চাতক পাখির দৃষ্টি তার, মেঘের বারী যেন আমি
তার দৃষ্টির বর্ষায় তথাপি আমার স্নানের সম্মতি
গভীর নেত্র পটে যেন কোন একাকী সলীল স্পর্শের আবেদনে
কূলের বুকে আছড়ে পড়ে বার বার
ক্ষত বিক্ষত তীর……
তবুও স্পর্শের আনন্দ………শান্ত সমুদ্র নাকি বন্য?
হিংস্র যেমন বনের অভুক্ত সিংহ !!!
গভীর শান্ত দৃষ্টি…..উষ্ণতায় পূর্ণ
যেমন তছনছ করা ঝড়ের আগে স্থির কোন সমুদ্র
শুধুই কি দেবার আনন্দে……
একটু তো স্পর্শ তবুও যেমন উষ্ণ মমতার কোন উদর
উষ্ণ সে কেবল ভালবাসার উন্মাদনায় 🙂
October 17,2012