Archive for October, 2020

“চিঠি টু ম্যাসেজ”

আমি চিঠি লিখি না অনেক দিন।
কাকেই বা লিখব?
ঠিকানা জানা নেই কারো।

জানতে হয়ও না।
কারো হদিশ না পাই যখন,
মুখবই খুললেই হয় এখন।

মুখবই দেখি,
উল্টে পাল্টে, করি উপর নিচ।
কথা কইতে মন টানে না!

চিঠির ভাব কি আর মুখবইয়ে আসে?
আসে না!
অন্তত আমার তো নয়ই!

মাঝে মাঝে মনে হয়,
কেউ চিঠি লিখুক আমায়।
খুব চাই,
চাই একটা চিঠি এসে দরজায় উপস্হিত হোক।

“প্রিয়তমেসু, কেমন আছো?” লেখা থাকুক।
কিংবা “মা রে ভালবাসা নিস!” অথবা
“আপু, আশা করি ভালো আছো!”

আমিও চাই কাউকে উত্তর দিতে।
“ভাল আছি”, অথবা “তোমাদের জন্যেও ভালবাসা”!
মুখবই আছে, নেই শুধু ঠিকানা!

রানার হারিয়েছে, হারিয়েছে ডাক্ পিয়ন-ও।
এসেছে ম্যাসেন্জার!
আচ্ছা! ম্যাসেন্জার কি রানার?
মুহূর্তে পৌছে দেয় কথা প্রান্তর থেকে প্রান্তর।

তবু লেখা হয় না!
কথারা জমাট থাকে,
জমতে থাকে।
আর আলস্যর ভীড়ে জমে তাতে গেরুয়া ধূলী!

আমি একটা চিঠি পেতে চাই,
হোক না তার দাম একফোটা আধুলী!

১০.১০.২০২০

উষ্ণতা

চাতক পাখির দৃষ্টি তার, মেঘের বারী যেন আমি
তার দৃষ্টির বর্ষায় তথাপি আমার স্নানের সম্মতি
গভীর নেত্র পটে যেন কোন একাকী সলীল স্পর্শের আবেদনে
কূলের বুকে আছড়ে পড়ে বার বার
ক্ষত বিক্ষত তীর……
তবুও স্পর্শের আনন্দ………শান্ত সমুদ্র নাকি বন্য?
হিংস্র যেমন বনের অভুক্ত সিংহ !!!
গভীর শান্ত দৃষ্টি…..উষ্ণতায় পূর্ণ
যেমন তছনছ করা ঝড়ের আগে স্থির কোন সমুদ্র
শুধুই কি দেবার আনন্দে……
একটু তো স্পর্শ তবুও যেমন উষ্ণ মমতার কোন উদর

উষ্ণ সে কেবল ভালবাসার উন্মাদনায় 🙂

October 17,2012